ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের ডাস্টবিন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে এক ড্রাইভার। এক অ্যাম্বোলেন্স চালক সদর হাসপাতালের লাশকাটা ঘরের সামনে দিয়ে যাবার সময় একটি বাচ্চার কান্না শুনে সামনে এগিয়ে যেয়ে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে বাচ্চাটির পরিচর্যা চলছে। বাচ্চাটি এখনো সুস্থ্য আছে।
এদিকে কর্তব্যরত ডাক্তারা জানিয়েছেন, সুস্থ্য হলে প্রয়োজনীয় পরবর্তী প্রদক্ষেপ নেওয়া হবে। বাচ্চাটিকে দেখার জন্য হাসপাতালে লোকজন ভিড় করছে।