প্যারিসে মে দিবসের শোভাযাত্রা থেকে সহিংসতা, আহত ৪, আটক ২০০
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
মে দিবসের শোভাযাত্রায় প্যারিসে সহিংসতার খবর পাওয়া গেছে। এতে পুলিশসহ ৪ জন আহত হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ২০০ জনকে আটক করেছে। জানা যায়, মে দিবস উপলক্ষে প্যারিসে ৩০/৪০ হাজার লোকের শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কোন রকম উস্কানী ছাড়াই এক পর্যায়ে সহিংস হয়ে উঠে।
শোভাযাত্রায় অংশগ্রহনকারীদের মধ্য একদল লোক হঠাৎ করে গাড়ী ভাংচুর ও গাড়ীতে আগুন দিতে থাকে। তারা দুকানপাট ও বাড়িঘর ভাংচুর ও লুটপাট করতে থাকে। সহিংসতায় অংশ গ্রহনকারী সকলেরই কালো জ্যাকেট, মাথায় হুডি ও মুখে কাঁদানে গ্যাস প্রতিরোধের জন্য মাস্ক লাগানো ছিল। এই ঘটনার সময় পুলিশ প্রায় ২০০ জনকে আটক করে। ঘটনায় এক জন পুলিশসহ ৪ জন আহত হয়েছে।