নাইজেরিয়ায় মসজিদে বোমা হামলায় ২৪ জন নিহত
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
নাইজেরিয়ায় একটি মসজিদে পরপর দুইবার বোমা হামলায় ২৪ জন নিহত হয়েছে। প্রথম বোমাটি বিস্ফোরন হলে প্রথমে ৪ জন নিহত হয়। এই সময় মুসল্লীরা প্রার্থনারত ছিল। প্রান বাঁচাতে মুসল্লীরা বের হয়ে যাওয়ার সময় ২য় বোমাটির বিস্ফোরন ঘটলে আরো ২০ জন নিহত হয়।
দেশটির আদামাওয়া প্রদেশের মুবি শহরে স্থানীয় সময় দুপুর ১টায় এ হামলার ঘটনা ঘটে। খবরঃ সিএনএন