ঝড়ো আবহাওয়ার কারনে সারাদেশে সাময়িকভাবে নৌযোগাযোগ বন্ধ রয়েছে
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আবহাওয়া অধিদপ্তর ঝড়ো আবহাওয়ার কারনে সারাদেশের নদীবন্দরগুলিকে ২ নম্বর সতর্কতা সংকেত মেনে চলতে বলেছে। তাই বিআইডব্লিওটিএ সারাদেশে চলাচলকারী সমস্ত রকমের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। আবহাওয়া স্বাভাবিক হয়ে আসলে আবার নৌযান চলাচল শুরু হবে।
দুপুর আড়াইটা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বেলা ৩টা থেকে মিমুলিয়া-কাঠালবাড়ি রুটেও ফেরি চলাচল বন্ধ রয়েছে। বিকাল ৩টা থেকে সদরঘাট, বিকাল সাড়ে ৩টা থেকে নারায়ণগঞ্জ ও ৪টা থেকে চাঁদপুর নৌবন্দর থেকেও নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়া পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে বিআইডব্লিওটিএ কর্তৃপক্ষ জানিয়েছে।