সিরিয়ার সেনা ঘাটিতে মিসাইল হামলায় ৩৮ জন নিহত
সিরিয়ার দুটি সেনা ঘাঁটিতে মিসাইল হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছে। এ ছাড়াও আহত হয়েছে আরো ৫৭ জন। স্থানীয় সময় রবিবার রাতে আলেপ্পো এবং হামায় দুটি সেনাঘাঁটিতে আছড়ে পড়ে ৯টি মিসাইল। সিরিয়া দাবি করছে, আমেরিকা এবং ব্রিটেন যৌথভাবে ওই মিসাইল হামলা চালিয়েছে। তবে আমেরিকা বা ব্রিটেনের তরফে এখনও এ ব্যাপারে কোন মন্তব্য করা হয়নি।
হামলায় ক্ষতিগ্রস্ত ঘাঁটি দুটি সিরিয়ান সেনা এবং ইরানের বিদ্রোহীদমনকারী বাহিনী মিলিতভাবে পরিচালনা করত। লেবাননের একটি সংবাদমাধ্যম দাবি করছে, বাঙ্কার বাস্টার মিসাইল ছোড়া হয়েছিল ওই সেনা ঘাটি দুটিতে। এই দুটি ঘাঁটি রকেট, মিসাইল ও অন্যান্য অস্ত্রশস্ত্র মজুত রাখার জন্য ব্যবহৃত হত। এদিকে মানবাধিকার কমিশনের সিরিয়া অবজার্ভেটরিও জানিয়েছে, যে দুটি ঘাঁটিতে রবিবার মিসাইল হামলা হয় সেগুলি সিরিয়ান সৈন্যদের অস্ত্রভাণ্ডার হিসেবে ব্যবহৃত হত। হতাহতরা সকলেই সিরিয়া, ইরাক এবং ইরানের নাগরিক।