রাজধানীর শনির আখড়ায় লেগুনা থেকে পড়ে ইডেন কলেজ ছাত্রী নিহত
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় লেগুনা থেকে পড়ে ইডেন কলেজের এক ছাত্রী নিহত হয়েছে। নিহত ছাত্রীর নাম নুসরত জাহান ঝুমা ও সে ইডেন কলেজের প্রথম বর্ষের ছাত্রী। কলেজ থেকে বাড়ি ফেরার পথে সকাল ১১টায় সে লেগুনা দিয়ে যাচ্ছিল।
লেগুনা চালক তাকে না নামিয়েই সজোরে লেগুনা চালাতে থাকলে ঝাকুনিতে ঝুমা লেগুনা থেকে পড়ে যায়। পড়ে যেয়ে সে মাথায় আঘাত পেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দুপুর ১টায় তাকে মৃত ঘোষনা করে।