পাকিস্তানী বাস ড্রাইভারের ছেলে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
পাকিস্তানী এক বাস ড্রাইভারের ছেলে হলেন যুক্তরাষ্ট্রের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী। তার নাম সাজিদ জাভেদ। তার বাবা ষাটের দশকে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন কাপড়ের কারখানার শ্রমিক হিসাবে। পরে তিনি প্রফেশন চেঞ্জ করে বাস ড্রাইভার হন। উল্লেখ্য গতকালই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড অভিবাসী নিয়ে বিতর্কের মুখে পদত্যগ করেন।
ব্রিটেনের ইতিহাসে এই প্রথম কোন মুসলমান সেই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মন্ত্রী হল। এর আগে তিনি কমিউনিটিস ও আবাসন মন্ত্রী ছিলেন। তিনি অভিবাসীদের বিতারনের বিরুদ্ধে জোড়ালো ভুমিকা পালন করে আসছেন। ধারনা করা হচ্ছে অভিবাসীদের নিয়ে যে সংকট ব্রিটেনে সৃষ্টি হয়েছে তার সমাধান খোজে বের করার জন্যই তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।