ইটালীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাংলাদেশী নিহত

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

ইটালীর মিলানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক বাংলাদেশী নিহত ও আরো দুইজন আহত হয়েছেন। নিহত সামসুল হক স্বপনের বাড়ি মানিকগঞ্জের বারুয়াখালিতে। তার পিতার নাম আনোয়ার হোসেন। পাঁচ বছর যাবতৎ তিনি মিলানে আছেন ও সেখানে একটি রেস্টুরেন্টে কাজ করতেন।

জানা যায় তিনিসহ চারজন রাতে রেস্টুরেন্টের ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন, এমন সময় বাসার  কাছাকাছি আসলে দুই ছিনতাইকারী তাদের গতিরোধ করে এক পর্যায়ে সামসুল হককে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে। এ অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষনা করা হয়। এই ঘটনায় আহত দুই জনের চিকিৎসা চলছে।

Leave a Reply

Your email address will not be published.