মিয়ানমারের ওপর চাপ অব্যহত রাখতে অস্ট্রেলিয়া সরকারের প্রতি শেখ হাসিনার আহবান

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
মিয়ানমার সরকারের ওপর আস্ট্রেলিয়া সরকারের চাপ বাড়াতে আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী জুলি বিশপ তার হোটেল কক্ষে এক সৌজন্য সাক্ষাতকালে তিনি এ আহ্বান জানান। গ্লোবাল সামিট অফ উইমেন এ যোগ দিতে ৩ দিনের সফরে প্রধানমন্ত্রী এখন অস্ট্রেলিয়া রয়েছেন।
বৈঠকের পর পররাষ্ট্র সচিব সহীদুল হক সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে রোহিঙ্গাদের ব্যপারে অস্ট্রেলিয়া কি ভূমিকা নিতে পারে। জবাবে শেখ হাসিনা বলেছেন, মিয়ানমারের ওপর চাপ অব্যহত রাখতে ও বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রয়োজনীয় সহযোগিতা করতে। দশ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করেন। বৈঠকে জুলি বিশপ শেখ হাসিনাকে নারী মুক্তি এবং নারীর ক্ষমতায়নে বিশ্ব নারীদের জন্য অনুকরনীয় ও সাহসী নেতা হিসেবে আখ্যায়িত করেন। প্রধানমন্ত্রী এ সময় নারীদের জন্য তার সরকারের নেয়া বিভিন্ন প্রদক্ষেপের কথা বর্ননা করেন। এই সামিটে শেখ হাসিনাকে গ্লোবাল উইমেন লিডারশীপ এওয়ার্ড দেওয়ার কথা রয়েছে।