খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপির মানব বন্ধন অনুষ্ঠিত
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
সাজাপ্রাপ্ত আসামী হিসাবে কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয়। সকাল ১১টায় মানব বন্ধনটি জাতীয় প্রেস ক্লাবের সামনে শুরু হওয়ার কথা থাকলেও স্থান পরিবর্তন করে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে শুরু হয়।
সকাল ১০টার পর থেকেই ব্যানার ফেস্টুন নিয়ে ছোট ছোট মিছিল আসতে থাকে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে। কার্যত সকাল ১০টার পর থেকেই মানব বন্ধন শুরু হয়। এই মানব বন্ধনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা রকম শ্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের। উল্লেখ্য জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলায় গত ৮ই ফেব্রুয়ারী খালেদা জিয়ার ৫ বছরের সাজা হয়। তার পর থেকে তিনি পুরাতন ঢাকার নাজিম উদ্দিন রোডের কারাগারে সাজা ভোগ করছেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় নেতারা নয়া পল্টনের মানববন্ধনে অংশ নেন। তাদের সঙ্গে ২০ দলীয় জোটের নেতারাও ছিলেন। এই মানব বন্ধনকে ঘিরে সকাল থেকেই বিএনপি কার্যালয়ের আশেপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।