অবশেষে মৃত্যুর হাত থেকে বেঁচে আসা নবজাতকটিকে বাঁচানো গেল না
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
অবশেষে মৃত্যুর হাত থেকে বেঁচে আসা নবজাতক শিশুটিকে আর বাঁচানো গেল না। ঢাকা শিশু হাসপাতালে তার মৃত্যু হয়েছ সোমবার দিবাগত রাত দেড়টায়। শিশু হাসপাতালের পরিচালক ডাঃ আব্দুল আজিজ এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল সকালে এই শিশুটির জন্ম হয় ঢাকা মেডিকেলে। ৭ মাসে জন্ম নেওয়া শিশুটিকে কর্তব্যরত ডাক্তাররা মৃত ঘোষনা করেন। যথারীতি হাসপাতাল থেকে ডেথ সার্টিফিকেটও দেওয়া হয়।
আজিমপুর কবরস্থানে এবার তার দাফনের পালা। কবরও ইতিমধ্যই রেডি। ঢাকা সিটি কর্পোরেশনের ড্রেসার শারমিন বেগম শিশুটিকে গোসল করানোর সময় হঠাৎ কেঁদে উঠতে দেখেন। তিনি শিশুটির মামাকে দ্রুত খবর দিলে শিশুটি প্রথমে আজিমপুর মাতৃসদনে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা শিশু হাসপাতালে নেওয়া হলে সেখানকার ডাক্তাররা শিশুটি জীবিত দেখেন। পরে দ্রুত তাকে আইসিইউতে নেওয়া হয়। বিকালে শিশু হাসপাতালের ডাক্তাররা বলছিলেন, শিশুটিকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। কিন্তু তখন পর্যন্ত আসশ্কামুক্ত ছিল না। এই অবস্থায় রাত দেড়টায় শিশুটি মারা যায়। শিশু হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন, শিশুটিকে বাঁচানোর জন্য তারা সকল রকমের চেষ্টা করেছেন। শিশুটির ওজন ছিল মাত্র এক কেজি। শিশুটির মা এখনো ঢাকা মেডিকেলেই আছে। এবং সে রক্তশূন্যতায় ভুগছে।