গতকালের কালবৈশাখী ঝড়ে রাজধানীতে ব্যপক ক্ষয়ক্ষতি
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
গতকাল সন্ধ্যায় রাজধানানীত শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে গেছে। যার গতিবেগ ছিল ঘন্টায় ৮৩ কিলোমিটার। এই ঝড়ে রাস্তার ওপরে গাছ ও গাছের ডালা ভেঙ্গে পড়ে যান চলাচলে ব্যপক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল। আবার কোথাও কোথাও বৈদ্যুতিক তারের ওপর গাছ কিংবা ডালা পড়ে রাজধানীর অনেক এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশেপাশে, বিজয় সরনি, ধানমন্ডির বিভিন্নস্থানে, গুলশান ও বনানীর অনেক এলাকায় রাস্তার ওপর গাছ ভেঙ্গে পড়লে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরী হয়। আর এ কারনে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানঝটের সৃষ্টি হয়। পরে সিটি কর্পোরেশন ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা রাস্তা থেকে গাছগুলি সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
অপরদিকে ঝড়ে গাছ কিংবা গাছের ডাল বিদ্যুতের তারের ওপর পড়লে কোথাও তার ছিড়ে যেয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার মধ্য গুলশান ও বনানীর বিদ্যুৎ লাইনের ব্যপক সমস্যা হয়। ফলে ঝড়ের সময় থেকে গভীর রাত পর্যন্ত গুলশান ও বনানীর অনেক স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। বিদ্যুৎ বিভাগের কর্মীরা গভীর রাত পর্যন্ত কাজ করে এই সমস্ত এলাকার বিদ্যুৎ সংযোগ আবার স্বাভাবিক করেন।