রাজাকারদের সন্তানদের চাকুরীতে অযোগ্য ঘোষনার দাবি
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
রাজাকারদের সন্তানদের চাকুরীতে অযোগ্য ঘোষনার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল। আজ সকালে এই মিছিলের আয়োজন করে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামের একটি সংগঠন। স্বাধীনতা বিরোধীদের সন্তান যারা সরকারী চাকুরীতে আছেন তাদেরও বরখাস্তের দাবি করেন তারা। মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের জন্য যে ৩০% কোটা রয়েছে তা বহাল রাখার দাবিও জানান তারা। সমাবেশ থেকে সংগঠনের নেতারা রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে অবিলম্বে স্বাধীনতা বিরোধীদের সম্পদ বাজেয়াপ্তের দাবিও জানানো হয়। বক্তারা জানান, জামাত শিবির কোটা সংস্কারের আড়ালে সারা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। এদের ষড়যন্ত্র আমরা মুক্তিযোদ্ধার সন্তানেরা বানচাল করে দিব।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক আ ক ম জামাল উদ্দিন বলেন, কোটা ব্যবস্থার মাধ্যমে মুক্তিযোদ্ধা সন্তান ও নারীদের পদায়নের কারনেই আজ বাংলাদেশ মধ্যম আয়ের দেশের রাস্তায় রয়েছে। এই কোটা বাতিল করা যাবে না। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকা অবস্থায় মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা বাতিল হতে পারে না। সমাবেশে আরো বক্তব্য রাখেন, ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারন সম্পাদক রাশেদুজ্জামান শাহীন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মেহেদী হাসানসহ অন্যান্যরা।