নেপালের ত্রিভূবন বিমান বন্দরে দুর্ঘটনার কবলে মালয়েশিয়ান বিমান
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
মালয়েশিয়ান মালিন্ডো এয়ার লাইনসের একটি বিমান নেপালের ত্রিভূবন বিমান বন্দরে রানওয়ে থেকে ছিটকে পড়েছে। বিমানটিতে ১৩৯ জন যাত্রী ছিল। তবে যাত্রীরা সবাই অক্ষত আছে। মালিন্ডো এয়ার লাইনসের এই বিমানটি ১৩৯ জন যাত্রী নিয়ে মালয়েশিয়া যাবার কথা ছিল।
উড্ডয়নের সময় বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দিলে পাইলটরা বিমানটি উড্ডয়ন থেকে বিরত রাখতে গেলে বিমানটি রানওয়ে থেকে অদুরে ছিটকে পড়ে। বিমানটির চাকা মাটিতে ডেবে যায়। পরে বিমানটকে রানওয়েতে নিয়ে আসা হয়। এই ঘটনার পর ত্রিভূবন বিমান বন্দরে সকল ধরনের বিমান উঠা নামা বন্ধ হয়ে যায়।