শিশু সায়িফ হত্যাকারীদের বিচারের দাবিতে নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
নরসিংদীতে শিশু সায়িফ হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আমিরগঞ্জ ইউনিয়নবাসীর পক্ষ থেকে বুধবার নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন করা হয়। আমিরগঞ্জ ইউনিয়নের ব্যানারে এই মানব বন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্বারকলিপি দেওয়া হয়।
মানব বন্ধনে শিশু সায়িফ হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানানো হয়। উল্লেখ্য গত ১০/০৪/২০১৮ ইং তারিখে রোজ মঙ্গলবার নরসিংদী জেলার রায়পুরা থানার করিমগঞ্জের নয়াহাটিতে নিজ নানা বাড়ীতে চাচাত মামার শাবলের আঘাতে খুন হন ১৫ মাস বয়সের ফুটফুটে শিশু সায়িফ। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে মনির হোসেন মলির নেতৃত্বে নাজিম উদ্দিনসহ অন্যান্যরা লোহার রড ও শাবল দিয়ে সায়িফের মা শাহনাজ কুসুম সুমীকে আঘাত করে। এই সময় কোলে থাকা সায়িফের মাথায় আঘাত লাগে ও শাবলের আঘাতে সায়িফের মা মাথায় আঘাত পেয়ে গুরুতর জখম হন। এই অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে গুরুতর অবস্থা বিবেচনায় নিয়ে তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে যেতে বলা হয়। অতঃপর ঢাকা মেডিকেলে নিয়ে গেলে পরদিন ১১ই এপ্রিল শিশু সায়িফের মৃত্যু হয়। সায়িফের মা এখনো ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছে। তার অবস্থা সংকটাপন্ন।
এই হত্যাকান্ডের সাথে জড়িত ৫ আসামীকে ইতিমধ্যই গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শিশু সায়িফ হত্যা মামলা্র মূল আসামী মনির হোসেন মলি ও তার স্ত্রী ফরিদা বেগম, মাজহারুল ইসলাম, মলির দুই বোন লাইলি বেগম ও পরিনা বেগম। শাবল দিয়ে আঘাতকারী মূল আসামী নাজিম উদ্দিন পলাতক রয়েছে।