খালেদা জিয়ার মুক্তির দাবীতে রিজভীর নেতৃত্বে ফজরের নামাজের পর মিছিল
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ ফজরের নামাজের পর একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী। এই মিছিলে অংশ গ্রহন করেন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের অল্প কিছু নেতৃবৃন্দ। মিছিলটি নয়া পল্টনের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে নাইটেঙ্গিল মোড় হয়ে আবার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য এডভোকেট রুহুল কবির রিজভীর বিরুদ্ধে অনেকগুলি মামলা থাকায় গ্রেপ্তার এড়াতে বেশ কয়েকমাস যাবৎ নয়া পল্টনের দলীয় কার্যালয়েই তিনি অবস্থান করছেন।