কবি সুফিয়া কামাল হলের ছাত্রী এশাকে নির্যাতনের ঘটনায় ২৬ ছাত্রীকে কারন দর্শানোর সিদ্ধান্ত

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের ছাত্রী ও ছাত্রলীগ সুফিয়া কামাল হল শাখার সভাপতি ইফফাত জাহান এশাকে নির্যাতনের ঘটনায় একই হলের ২৬ ছাত্রীকে কারন দর্শানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতরাতে শৃঙ্খলা কমিটির সভায় এই সিদান্ত হয়েছে বলে ভিসি মোঃ আক্তারুজ্জামান জানিয়েছেন। তবে কোন ২৬ জনকে কারন দর্শানোর নোটিশ দেওয়া হবে তা তিনি জানাননি।

কোটা সংস্কারের দাবিতে ১০ই এপ্রিল যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা রকম বিশৃঙ্খলা চলছিল তখন এশা সুফিয়া কামাল হলের ছাত্রী মোর্শেদার পায়ের রগ কেটে দিয়েছে বলে ক্যাম্পাসে গুজব রটায়। এরই ধারাবাহিকতায় এই খবর শুনে হলের অন্যছাত্রীরা চরম নির্যাতন করে এশাকে হল থেকে বের করে দেয়। ওই রাতের অবস্থা সামাল দেওয়ার জন্য ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি এশাকে ছাত্রলীগ থেকে বহিস্কার করে। একই সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এশাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করে। পরে ছাত্রলীগ তদন্ত কমিটি গঠন করে এর তদন্ত করে এশাকে নির্দোষ পায়। এবং এর পর তার বহিস্কার আদেশ প্রত্যাহার করে। আর এশাকে নির্যাতনে জড়িত সুফিয়া কামাল হলের ২৪ ছাত্রলীগ নেতা কর্মীকে ছাত্রলীগ থেকে বহিস্কার করে। ঢাবি কর্তৃপক্ষও এশার বিরোদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে প্রমান পায়। যার ফলশ্রুতিতে ঢাবি কর্তৃপক্ষ এশার বহিস্কার আদেশ প্রত্যাহার করে নেয়। এই মিথ্যা অপবাদ দিয়ে যারা এশাকে নির্যাতন করে হল থেকে বের করে দেয় তাদের মধ্য ২৬ জনকে চিহ্নিত করে কারন দর্শানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *