ভারতে বরযাত্রীবাহী মিনি ট্রাক নদীতে পড়ে ২১ জন নিহত
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ভারতের মধ্যপ্রদেশে বরযাত্রীবাহী একটি মিনি ট্রাক নদীতে পড়ে ২১ জনের মৃত্যু ও আরো ১২ জন আহত হয়েছে বলে জানা গেছে। মধ্য প্রদেশের রাজধানী নগরী ভুপাল থেকে প্রায় ৫৭৩ কিলোমিটার পূর্বে সিধি জেলার সোন নদীতে মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল হতাহতদের উদ্ধার করে। পরে আহতদের সিধি হাসপাতালে পাঠানো হয়।
ট্রাকটির চালক নিয়ন্ত্রন হারিয়ে একটি ব্রিজের রেলিং ভেঙ্গে ১০০ ফুট নীচে নদীতে পড়ে যায়। মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিভরাজ সিং চৌহান এই হতাহতের ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেছেন ও নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ রুপি ও আহত প্রত্যেককে ৫০ হাজার রুপি ক্ষতিপূরন দেওয়ার ঘোষনা দিয়েছেন। সূত্রঃ এনডিটিভি