আইপিএলে সাকিবের দল সান রাইজার্স হায়দারাবাদ পয়েন্ট তালিকার শীর্ষে

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) অলরাউন্ডার সাকিব আল হাসানের দল পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। ৩ খেলায় ৩টিতেই জয় দিয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে সান রাইজার্স হায়দারাবাদ। অপরদিকে কলকাতা নাইট রাইডার্স ৪ খেলায় ২ টি জয় নিয়ে পয়েন্ট তালিকার ২য় অবস্থানে আছে।এদিকে কাটার মাস্টার খ্যত মোস্তাফিজের দল গতকালই ৪ খেলায় প্রথম জয় পেয়েছে। এর আগে তারা ৩টি ম্যাচে হেরেছে। তবে গতকালের জয়ে মোস্তাফিজ কোন ভূমিকা রাখতে পারেনি। বরং ৪ ওভার বল করে ৫৫ রান দিয়েছেন। গতকাল মুম্বাই ইন্ডিয়ান ও চেন্নাইয়ের খেলায় মোস্তাফিজের পারফরমেন্স ছিল অত্যান্ত বাজে। এর আগের খেলায় তিনি ৩টি উইকেট পেয়েছিলেন। সাকিব আল হাসান ৩ খেলায় ৫ উইকেট নিয়েছেন আর রান করেছেন ৩৯। অপরদিকে মোস্তাফিজ ৪ খেলায় ৫ উইকেট শিকার করেছেন।