সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের বনানী শাখার উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠান

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ বনানী শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল বনাঢ্য বর্ষবরণ অনুষ্ঠান ১৪২৫। উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিসেস মনিমুন নাহার।
উক্ত অনুষ্ঠানে আবহমান বাংলার বাংলা ঐতিয্যের নানা রকম সংস্কৃতিকে ফ্যাশন শো, নাচ ও গানের মধ্য দিয়ে ফুটিয়ে তুলা হয়। স্কুলের চাত্রছাত্রীরা মঞ্চে নাচ, গান ও ফ্যাশন শো পরিবেশন করেন। অনুষ্টানে উপস্থিত সকল ছাত্রছাত্রী ও অভিবাবকদের মুড়ি ও বাতাসা দিয়ে আপ্যায়ন করা হয় স্কুলের পক্ষ থেকে। অনুষ্ঠানে বনানী শাখার প্রিন্সিপাল মোঃ মতিউর রহমান বেশ কয়েকটি গান পরিবেশন করেন। ছাত্র, শিক্ষক ও অভিবাবকগন তার গানগুলি ভীষনভাবে উপভোগ করেন। সাউথ পয়েন্ট স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হামিদা আলী অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন।