সিরিয়ায় আবার হামলা হলে বিশ্বে গোলযোগ বেধে যেতে পারে-রাশিয়ার হুশিয়ারী
অনলাইন ডেস্কঃ বিডি খবর৩৬৫ ডটকম
সিরিয়ায় আবার হামলা হলে বিশ্বে গোলযোগ বেধে যেতে পারে বলে হুশিয়ারী দিয়েছে রাশিয়া। এই কথার অর্থ হলো যদি মার্কিন নেতৃত্বাধীন জোট সিরিয়ায় আবার হামলা করে তাহলে বিশ্বযুদ্ধ বেধে যাবে। রাশিয়া তখন আর বসে থাকবেনা। উল্লেখ্য গত শনিবার ভোরে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স সম্মিলিতভাবে সিরিয়ার বিভিন্ন স্থাপনার ওপর ক্ষেপনাস্ত্র হামলা চালিয়ে ব্যপক ক্ষয়ক্ষতি সাধন করেছে।
যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা অভিযোগ করছে, গত ৭ই এপ্রিল সিরিয়ার ঘোতায় রাসায়নিক অস্ত্রের হামলা চালিয়া বেসামরিক মানুষের প্রান হানি ঘটিয়েছে বাশার আল আসাদ সরকার। আর এই অভিযোগ বাশার সরকার বার বার অস্বীকার করে আসছে। ইতিমধ্য সিরিয়ায় বেসামরিক মানুষের ওপর রাসায়নিক হামলার অভিযোগ তদন্ত করছে জাতিসংঘ। কিন্তু তদন্ত শেষ হওয়ার আগেই শনিবার ভোরে সিরিয়ার বিভিন্ন গভেষনাগারে ক্ষেপনাস্ত্র হামলা চালায় মার্কিন মিত্ররা। যা আন্তর্জাতিক আইনের চরম লংগন বলে রাশিয়া অভিযোগ করছে। ইরাকেও বিধ্বংশী অস্ত্র থাকার মিথ্যা অভিযোগ এনে সাদ্দাম সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছিল যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।
এই সব হামলার পিছনে মূল উদেশ্য মধ্যপ্রাচ্যে নিরংস্কুশভাবে মার্কিন কর্তৃত্ব প্রতিষ্টা করা। এদিকে বাশার আল আসাদ সরকারকে রাশিয়া সমর্থন দিয়ে আসছে দীর্ঘদিন থেকে। বাশারের পাশে রয়েছে ইরানও। বাশার সরকারকে সহায়তা করার জন্য সিরিয়ায় রাশিয়ার সৈন্যও মোতায়েন রয়েছে। আর সিরিয়ায় ইরানেরও রয়েছে সামরিক ও বেসামরিক লোক। দীর্ঘদিন থেকেই ইরাক ও সিরিয়া ইস্যু নিয়ে মধ্যপ্রাচ্য দুইভাগে বিভক্ত হয়ে আছে। এর একদিকে আছে ইরান ও অপরদিকে সৌদি আরব। সৌদি আরবকে সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। অপরদিকে ইরানের পাশে রয়েছে রাশিয়া।