সিরিয়া ইস্যুতে সংযম প্রদর্শনের আহবান জানিয়েছেন জাতি সংঘ মহাসচিব
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরস সিরিয়া ইস্যুতে সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযম প্রদর্শন ও শান্ত থাকার আহবান জানিয়েছেন। শনিবার ভোরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স সম্মিলিতভাবে সিরিয়ার বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর প্রেক্ষাপটে এই আহবান জানান। এই হামলার পরিপ্রেক্ষিতে অবস্থার আরো অবনতি হতে পারে বলে তিনি আসংস্কা প্রকাশ করেছেন।
অপরদিকে এই হামলার ফলে জাতিসংঘ মহাসচিব তার পূর্ব নির্ধারিত সৌদি আরব সফর বিলম্বিত করেছেন। এক বিবৃতিতে তিনি সিরিয়ার অবস্থা আরো অবনতির দিকে যেতে পারে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন।