জামালপুর থেকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন টংগীতে দুর্ঘটনার কবলে, ৩ জন নিহত
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি টংগীতে দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছে। জানা যায় আজ বেলা ১২টায় ট্রেনটি টংগী স্টেশনের অদূরে দুর্ঘটনায় পড়লে প্রথমে পিছনের ৪টি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত অবস্থায় ট্রেনটি চালু থাকার কারনে আরো অগ্রসর হলে লাইনচ্যুত বগিগুলি কাত হয়ে পড়ে যেয়ে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। পরে নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫ জনে দাঁড়ায়।
এই ঘটনায় আরো ৩০/৩৫ জন আহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা যায়। হতাহতদের টংগী ও ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারনে ঢাকার সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঢাকার সাথে একমাত্র নারায়নগঞ্জের ট্রেন যোগাযোগ চালু আছে। দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারের কাজ চলছে।