কক্সবাজার থেকে ছেড়ে আসা ইউএস বাংলা ফ্লাইট ঝড়ের কারনে ঢাকায় অবতরণ করতে না পেরে চট্রগ্রামে অবতরণ
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ঝড়ের কবলে পড়ে ইউএস বাংলা ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করতে না পেরে চট্রগ্রামে অবতরণ করেছে। কক্সবাজার থেকে বিকাল সোয়া চারটায় ফ্লাই করে বৈরী আবহাওয়ার কারণে ঢাকার আকাশে আসতে কিছুটা বিলম্ব হয়। তারপর প্রায় সোয়া এক ঘন্টা ফ্লাইটি ঢাকার আকাশে চক্কর দিয়ে অবতরণ করতে না পেরে চট্রগ্রাম বিমান বন্দরে যেয়ে সন্ধ্যা ৭টায় অবতরণ করে। আকাশে থাকা অবস্থায় যাত্রীরা ভয়ে আতংস্কগ্রস্থ হয়ে পড়ে। ফ্লাইটিতে ১৬০ জনের মতো যাত্রী ছিল। ঢাকায় আজ বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত ঝড় বয়ে গেছে। সেই সাথে কোথাও কোথাও আবার শিলা বৃষ্টিও পড়েছে।
মাত্র এক মাস আগে নেপালে অবতরণের সময় ইউএস বাংলার একটি ফ্লাইট ৬৭ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হলে যাত্রীদের প্রায় সকলেই হতাহত হয়েছে। তারপর থেকেই ইউএস বাংলা বিমান নিয়ে যাত্রীদের মধ্যে আতংস্ক ছড়িয়ে আছে। যাত্রীরা অনেকে অভিযোগ করেন বৈরী আবহাওয়া সত্বেও ফ্লাইটটি শাহজালাল বিমান বন্দরে অবতরণের চেষ্টা করে। চট্রগ্রামে অবতরণের পর যাত্রীদের অনেকে এই ফ্লাইট ত্যগ করে ট্রেন কিংবা বাসে ঢাকা রওনা হয়েছেন।