আজ আইপিএলে মুখামুখি হবেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান
স্পোর্টস ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) আজ মুখামুখি হবেন সাকিব আল হাসান ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। সান রাইজার্স হায়দারাবাদের হয়ে মাঠে নামবেন বিশ্বখ্যত অলরাউন্ডার সাকিব আল হাসান। অপরদিকে মুস্তাফিজুর রহমান খেলবেন মুম্বাই ইন্ডিয়ানের পক্ষে। উভয় দলেরই এটি ২য় খেলা। প্রথম ম্যাচে সাকিব আল হাসানের দল রয়েল রাজস্থানকে হারিয়েছে ও অপরদিকে মুস্তাফিজের দল চেন্নাই সুপার কিংসের সাথে হেরেছে।
বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় হায়দারাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে খেলাটি শুরু হবে। ইতিপূর্বের আইপিএলে সাকিব খেলতেন কেকেআর এর হয়ে। অপরদিকে মুস্তাফিজ খেলতেন হায়দারাবাদের হয়ে। এবারে উভয়েই দল পরিবর্তন করেছেন। দুই দলে দুই জন বাংলাদেশী খেলোয়ার থাকায় বাংলাদেশের দর্শকরা আজ খেলাটি উপভোগ করবেন ভিন্ন মাত্রায়। উল্লেখ্য এবারের আইপিএলে মুস্তাফিজের দাম উঠেছে ২ কোটি ২০ লক্ষ টাকা। অপরদিকে সাকিব আল হাসান দাম পেয়েছেন ২ কোটি টাকা।