চৌদ্দগ্রামের মামলায় জামিন মিলেনি খালেদা জিয়ার

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রোল বোমা দিয়ে বাস পুড়িয়ে ৮ জনকে হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জামিন দেয়নি আদালত। দুর্নীতি মামলায় কারাগারে থাকা খালেদা জিয়াকে গত ৮ এপ্রিল কুমিল্লার এ মামলায় গ্রেপ্তার দেখানো হলে তার আইনজীবীরা জামিনের এই আবেদন করেছিলেন। আজ মঙ্গলবার শুনানী শেষে কুমিল্লার জ্যেষ্ঠ মুখ্য বিচারিক হাকিম মো. মোস্তাইন বিল্লাহ খালেদা জিয়ার জামিন আবেদন নাকচ করে দেন। খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল হক এই তথ্য জানান। সানাউল হক জানান, এই মামলায় খালেদা জিয়ার জামিনের জন্য তারা উচ্চ আদালতে যাবেন।

ফাইল ফটো
উল্লেখ্য ২০১৫ সালের জানুয়ারী থেকে সরকার বিরোধী আন্দোলন ও জ্বালাও পোড়াও চলতে থাকার সময় ২০১৫ এর ৩ ফেব্রুয়ারি রাতে চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুরে কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা হামলা হলে দগ্ধ হয়ে আটজনের মৃত্যু হয়। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার পরদিন মামলা করেন। তদন্ত শেষে বিস্ফোরক আইনে ও হত্যার অভিযোগে আলাদা দুটি অভিযোগপত্র দেয় পুলিশ। দুই মামলাতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আসামি করা হয়।