কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী নেতৃবৃন্দের সাথে ওবায়দুল কাদেরের সমজোতা

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

সরকারী চাকুরীতে বিদ্যমান কোটা ব্যবস্থার সংস্কার নিয়ে গড়ে উঠা আন্দোলনকারীদের সাথে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের সমজোতা হয়েছে। আজ বিকালে সচিবালয়ে যোগাযোগ মন্ত্রনালয়ের সভাকক্ষে আন্দোলনকারী নেতৃবৃন্দের সাথে আলোচনার পরিপেক্ষিতে এই সমজোতা হয়। আন্দোলনকারীদের মধ্য দশ জন ছাত্র ও দশ জন চাত্রী এই আলোচনায় অংশ গ্রহন করে। সমজোতা অনুযায়ী মে এর ৭ তারিখের মধ্য কোটা ব্যবস্থা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন যোগাযোগমন্ত্রী। সে অবধি আন্দোলন স্থগিত রাখা হবে বলে আলোচনায় সিদ্ধান্ত আসে।

এর আগে সাধারন ছাত্র অধিকার সংরক্ষন পরিষদের ব্যনারে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন দানা বেধে উঠে। এরই ধারাবাহিকতায় দাবি আদায়ের লক্ষ্যে তারা গতকাল দুপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন গুরুত্বপূর্ণ শাহবাগ মোড়ে জমায়েত হয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পুলিশের অনুরোধেও আন্দোলনকারীরা শাহবাগ মোড় ত্যগ না করলে এক পর্যায়ে পুলিশ টেয়ার সেল ও লাঠি চার্জ করে আন্দোলনকারীদের সরিয়ে দেয়। আন্দোলনকারীরা পরে সারা ক্যাম্পাসে আন্দোলন ছড়িয়ে দেয়। দফায় দফায় পুলিশের সাথে সংঘর্ষও চলে। এক পর্যায়ে আন্দোলনকারীরা রাত দেড়টার সময় ভিসির বাস ভবনে হামলা করে ব্যপক ভাংচুর চালায়। সরকার আন্দোলনকারীদের সাথে আলোচনার প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে রাজি হলে আজ বিকালে এই সমজোতা বৈঠকটি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *