আইপিএলের উদ্ভোধনী ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান বনাম চেন্নাই সুপার কিং, রাত সাড়ে ৮টায়
স্পোর্টস ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আজ হতে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের আসর। আজ উদ্ভোধনী ম্যাচে মুখামুখি হবে মুম্বাই ইন্ডিয়ান ও চেন্নাই সুপার কিং। মুম্বাই ইন্ডিয়ানের নেতৃত্ব দিবেন রুহিত শর্মা ও এন্নাই সুপার কিংসের নেতৃত্বে থাকবেন এম এস ধনী। মুম্বাই ইন্ডিয়ানের হয়ে আজ মাঠে থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের কাটার মাস্টার নামে খ্যত মোস্তাফিজুর রহমানের। এবারের আইপিএলে বাংলাদেশের দুই খেলোয়ার অলরাউন্ডার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান খেলবেন। সাকিব আল হাসান সান রাইজার্স হায়দারাবাদ ও মোস্তাফিজুর রহমান মুম্বাই ইন্ডিয়ানের হয়ে খেলবেন। উল্লেখ্য বিগত আসরগুলিতে সাকিব আল হাসান কলিকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন।
মুম্বাইয়ে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় আজকের উদ্ভোধনি খেলাটি শুরু হবে। তার আগে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে শুরু হবে উদ্ভোধনী অনুষ্ঠান। উল্লেখ্য এবারের আইপিএলে সাকিবের থেকে বেশী মূ্ল্যে বিক্রি হয়েছেন মোস্তাফিজুর রহমান।