বাঘ তাড়িয়ে সেলফি তুললেন তরুণী
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
পোষ্য ছাগলকে নিয়ে যাচ্ছে বাঘে। এমন দৃশ্য দেখে স্থির থাকতে পারলেন না ২৩ বছরের এক তরুনী। কি করবেন ভেবে পাচ্ছিলেন না। যে করেই হোক ছাগলটিকে বাঁচাতে হবে। ধারে কাছেই ছিল একটি লাঠি। তা নিয়েই ঝাপিয়ে পড়লেন বাঘের ওপর। লাঠি দিয়ে বাঘকে সজোড়ে আঘাত করতে থাকলেন। এক পর্যায়ে বাঘটি ছাগলটিকে ছেড়ে দিয়ে তরুনীর ওপর ঝাপিয়ে পড়ে। তরুনীও কম যাননি। সর্বোশক্তি দিয়ে বাঘটিকে লাঠি দিয়ে আঘাত করতে থাকলে এক পর্যায়ে টিকটে না পেরে বাঘটি দৌড়ে চলে যায় নিকটস্থ জংগলে। তবে ছাগলটিকে বাঁচানো গেল না। ঘটনার পর তরুনী ঘরে ঢুকেই আগে রক্তাক্ত মুখের সেলফি তুলেন।
ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রে কয়েকদিন আগে। তার এই অসীম সাহসিকতার খবর সারা ভারতে ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থান থেকে মানুষ তাকে দেখতে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার রক্ত মাখা ছবি ভাইরাল হয়ে পড়ে। সূত্রঃ আনন্দ বাজার পত্রিকা।