অবশেষে মিললো রশীথ চন্দ্র ভৌমিকের লাশ
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
অবশেষে রংপুরের পিপি রশীথ চন্দ্র ভৌমিকের লাশ পাওয়া গেছে। ৬দিন আগে রশীথ বাড়ী থেকে বেড় হয়ে ফিরে না আসলে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ে। তিনি রংপুরের বহু আলোচিত জাপানী নাগরিক কুনিও হুসি হত্যা মামলার বিশেষ পিপি ছিলেন। তার নিখোজের পর ধারনা করা হয়েছিল তাকে কোন মৌলবাদী সন্ত্রাসী গোষ্টী তুলে নিয়ে গেছে। এই বিষয়টিকে সামনে রেখে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু নিখোঁজের ৫দিন অতিবাহিত হলেও তার কোন হদিছ পাওয়া যাচ্ছিলনা।
তাকে উদ্ধারের দাবীতে চলে নানা সামাজিক ও রাজনৈতিক সংগঠনের মানব বন্ধনসহ নানা ধরনের প্রতিবাদ। নানা স্থানে চলে তাকে উদ্ধারের অভিযান। এক পর্যায়ে রশীথের স্ত্রী ও তার দুই সহকর্মীকে আটক করার পর নাটকীয় মোর নেয় রশীথ চন্দ্র ভৌমিকের নিখোঁজের বিষয়টি। রশীথের স্ত্রী দীপার সহকর্মী তাজহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কামরুল ইসলামের সাথে দীপার পরকিয়া সম্পর্ক ছিল। এই বিষয়টিকে সামনে রেখে কামরুল ও তার আরেক সহকর্মীকে আটক করে পুলিশ। অবশেষে রশীথের বাড়ী থেকে আধা কিলোমিটার দূরে কামরুলের ভাইয়ের নির্মানাধীন একটি বাড়ীর বালির স্তুপের ভিতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। জানা যায় পরকিয়া সম্পর্কের জেরে রশীথকে হত্যা করা হয়েছে।