প্রশ্ন ফাঁস ঠেকাতে নজিরবিহীন নিরাপত্তায় চলছে এইচএসসি ও সমমানের পরীক্ষা

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বিগত এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কারনে এবারের এইচএসসি পরীক্ষায় ব্যপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে অনেকগুলি প্রদক্ষেপ নেওয়া হয়েছে। আজ ছিল এইচএসসি পরীক্ষার দ্বিতীয়দিন। এখন পর্যন্ত প্রশ্ন ফাঁসের কোন খবর পাওয়া যায়নি।

ফাইল ফটো
ইতিপূর্বের প্রাথমিক সমাপনি পরীক্ষা, জে এস সি ও এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কারনে কঠোর পরিশ্রমী শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ ব্যপক সমালোচনার মধ্যে পড়েছিলেন। বিভিন্ন মহল থেকে তার পদত্যগ দাবী করা হয়েছিল। কিন্তু এবারের এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে বেশকিছু নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করায় প্রশ্ন ফাঁস ঠেকানো সম্ভব হয়েছে। ট্রেসারী থেকে প্রশ্নপত্রের প্যাকেট সরবরাহ, কেন্দ্র পর্যন্ত পৌছানো, প্রশ্নপত্রের প্যাকেট খোলা ও বিতরনে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া কাজে এসেছে বলেই মনে হচ্ছে।