হঠাৎ অসুস্থ্য হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমমগীর হাসপাতালে ভর্তি
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ সকালে বুকে ব্যথা অনুভব করায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিপূর্বে তার বুকে ৩টি রিং বসান হয়েছিল। উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, হার্টের সমস্যাসহ নানা রোগও রয়েছে তার।
আজ সকালে তিনি তার উত্তরার বাসায় অসুস্থ্য হয়ে পড়লে সেখান থেকে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে আনা হয়। তার পারবারিক সূত্র থেকে এই সব তথ্য জানা যায়। আজ সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিটে একটি অনুষ্ঠানে অংশ গ্রহন করার কথা ছিল তার।