মহাশূন্যে বিকল হওয়া চীনের মহাকাশযানটি ভেঙ্গে পড়লো প্রশান্ত মহাসাগরে
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
অবশেষে মহাশূন্যে বিকল হওয়া চীনের মহাকাশযানটি প্রশান্ত মহাসাগরে ভেঙ্গে পড়লো। স্থলভাগের বসতিপূর্ন এলাকায় এটি ভেঙ্গে পড়লে ব্যপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল। ঘন্টায় ২৬ হাজার মেইল বেগে এটি পৃথিবীর বায়ু মন্ডলেরদিকে ধেয়ে আসছিল। আগেই পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশের সাথে সাথেই এটি জ্বলে যাবে বলে বিজ্ঞানীরা ধারনা দিয়েছিল। চীনের এই স্পেস স্টেশনটি মহাশূন্যে বিকল হয়ে পড়লে এটি পৃথিবীতে আছ্রে পড়বে বলে বিভিন্ন স্পেস সংস্থা ধারনা দিয়ে আসছিল। বাস্তবে এমনটিই হয়েছে।
২০১৬ সাল থেকেই কক্ষপথে অকেজো হয়ে পড়েছিল চিনা স্পেস ল্যাবটি। তার উপর পৃথিবীর কোনও গ্রাউন্ড স্টেশনেরই কোনও নিয়ন্ত্রণ ছিল না। আজ বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টার সময় ৮ টন ওজনের এই মহাকাশযানটির খন্ড খন্ড টুকরা প্রসান্তমহাসাগরে ভেঙ্গে পড়েছে। এখন পর্যন্ত এর প্রভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।