বিএনপির আগামীকালের জনসভা স্থগিত
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলায় ৫ বছরের সাঁজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা হওয়ার কথা ছিল। বেশ কয়েকদিন যাবৎ বিএনপির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে অনুমতি নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। বিএনপির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে অনুমতি নেওয়ার চেষ্টাও করেছিল। কিন্তু শেষ পর্যন্ত আজ বিকাল পর্যন্ত অনুমতি মিলেনি। তাই আগামীকালের জনসভা স্থগিত ঘোষনা করা হয়েছে।
আজ বিকালে এক সাংবাদিক সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী অনুমতি না পাওয়ায় আগামীকালের সভা স্থগিতের ঘোষনা দেন। তবে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত অনুমতি না দিলেও তারা কোন নিষেধাজ্ঞা প্রদান করেনি। তাই বিএনপির পক্ষ থেকে ধরে নেওয়া হয়েছে, প্রশাসন অনুমতি দেবে না। তাই আগামীকালের সভা স্থগিত করা হয়েছে।