খালেদা জিয়ার সাঁজা বৃদ্ধি করতে করা রিটের পরিপেক্ষিতে রুল জারি করেছে হাইকোর্ট
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলায় নিন্ম আদালতের দেওয়া রায়ে সাঁজা বাড়ানোর জন্য দুদকের করা রিট আবেদনের পরিপেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেছে। আজ বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করে।
জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলায় নিন্ম আদালত খালেদা জিয়াকে ৫ বছরের সাঁজা দেয়। এই মামলায় অন্যান্য আসামীদের ১০ বছরের স্বশ্রম কারাদন্ড দেওয়া হয়। এই মামলায় খালেদা জিয়া মূল আসামী হওয়ায় তার সাঁজা বেশী হওয়ার কথা। এই বিষয়টি উল্লেখ করে গত রবিবার দুদক খালেদা জিয়ার সাঁজা বাড়ানোর জন্য রিট আবেদন করে। আজ এই রিটের শুনানী অনুষ্ঠিত হয়। সাঁজা বাতিল চেয়ে খালেদা জিয়ার করা মুল আপিলের সাথে এই রুলের শুনানী হবে বলে হাইকোর্টের উক্ত বেঞ্চ জানিয়ে দেয়।