মাদ্রাসা শিক্ষার্থীদের পিছিয়ে দিতে এই রিট-হাইকোর্ট
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
স্কুল-কলেজের পাশাপাশি মাদ্রাসায় জাতীয় সংগীত প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা চ্যালেঞ্জ করে দুই ব্যক্তির করা রিট আবেদন হাই কোর্ট খারিজ করে দিয়েছে। কুড়িগ্রামের রাজারহাটের সুখদেব ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. নুরুল ইসলাম মিয়া ও ঢাকার পূর্ব কদমতলীর মেরাজনগরের বাসিন্দা মনির হোসেন স্বাধীন শেখ এই নির্দেশনার বিরুদ্ধে হাইকোর্টে এই রিট আবেদনটি করেন। সরকার গত ১৮ জানুয়ারি এ প্রতিযোগিতার বিষয়ে নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল।
আদালতে রিটকারীদের পক্ষে শুনানী করেন এডভোকেট তৈমুর আলম খন্দকার। অপরদিকে সরকারের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তৈমুর আলম খন্দকার রিটের পক্ষে যুক্তি দেখিয়ে বলেন, ‘১৯৭৮ সালের বিধান অনুযায়ী কেবল স্কুলেই ক্লাশ শুরুর পূর্বে জাতীয় সংগীত গাওয়ার কথা বলা হয়, মাদ্রাসায় নয়। মাদ্রাসা শরিয়ত মোতাবেক চলে। এখানে কোন রকম সংগীত প্রতিযোগিতার অনুমোদন করে না। সংবিধানেও ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হয়েছে।’ এর জবাবে আদালত প্রশ্ন করে, ‘পবিত্র কোরানের কোথায় আছে জাতীয় সংগীত গাওয়া যাবে না, আপনি দেখান। আগে তো মাদ্রাসা শিক্ষার সিলেবাসে অংক, ইংলিশ ও বিজ্ঞান ছিলনা। এখন তো এই বিষয়গুলি সংযোজন করা হয়েছে। এই রিটটি করা হয়েছে প্রকারন্তরে মাদ্রাসা শিক্ষার ক্ষতি করার জন্যই।’ এর পর রিট আবেদনটি উত্থাপিত হয়নি বলে খারিজ করে দেওয়া হয়।