যথাযথ মর্যাদায় সারা দেশে মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

যথাযোগ্য মর্যাদায় সারা দেশে মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সরকারী ও বেসরকারীভাবে নানা ধরনের কর্মসূচী চলছে। আজ প্রত্যুষে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা সংগ্রামে আত্নত্যগকারীদের প্রতি সম্মান জানিয়ে পুষ্প স্তবক অর্পন করেন। এছাড়া জাতি শ্রদ্ধাভরে স্মরন করছে স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছে তাদেরকে।

আওয়ামীলীগ, বিএনপিসহ নানা রাজনৈতিক দল ও বভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধা জানানো হয়। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু কিশোরা মার্চ পাস্ট ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান উপহার দেয়। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে বক্তৃতা দেন ও অনুষ্ঠান উপভোগ করেন। সারা দেশে জেলা ও উপজেলাসহ স্থানীয় পর্যায়েও দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পত্রিকাগুলি বিশেষ ক্রোরপত্র প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published.