অবশেষে মারা গেলেন উইএস বাংলা বিমান দুর্ঘটনায় আহত শাহীন বেপারী
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
নেপালের ত্রিভূবন বিমানবন্দরে উইএস বাংলা বিমান দুর্ঘটনায় আহত শাহীন বেপারী মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে আজ বিকালে মারা গেলেন। ১৮ই মার্চ তাকে নেপাল থেকে দেশে এনে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে রোববার তার দ্বিতীয় দফা অস্ত্রোপচার করা হয়। আজ সকালে তার অবস্থার অবনতি ঘটলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
৪২ বছর বয়সী শাহীন বেপারীর বাড়ী নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে। ঢাকার সদর ঘাটের একটি কাপড়ের দোকানের ম্যানেজার ছিলেন তিনি। নেপালে তিনি একাই বেড়াতে গিয়েছিলেন।