শীতলক্ষা নদীতে নৌকা ডুবির ঘটনায় ৫ জনের লাশ উদ্ধার

নিউউ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

শুক্রবার রাতে শীতলক্ষা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ৫ জনের লাশ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। শুক্রবার রাত ৯টার সময় ১৪ জন যুবকের একটি দল ডেমরা থেকে একটি নৌকা ভাড়া করে নদীতে বেড়াতে বের হয়।  শুক্রবার রাত ১০টার সময় শীতলক্ষ্যা নদীতে উপজেলার রূপসী কাজীপাড়া এলাকায় বালুবাহী বলগেটের ধাক্কায় নৌকাটি ডুবে যায়।

ফাইল ফটো

নৌকার আরোহী ১৪ জনের মধ্য ৯ জন সাতরিয়ে তীরে আসতে সক্ষম হয়। শনিবার রাতে ও আজ রবিবার সকালে দক্ষিণ রূপসীসহ আশপাশের এলাকায় লাশগুলো ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশগুলি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। নিহতরা হলেন- ঢাকার ধোলাইপাড় এলাকার তুষার আহমেদ, একই এলাকার সাইফুল ইসলাম রিপন বাবু, কদমতলী থানার দক্ষিণ দনিয়া এলাকার লতিফ খান, রূপগঞ্জ থানার তারাব পৌরসভার মাসাবো এলাকার জাসিম খান ও পূর্ব ধোলাইপাড় বাজার এলাকার শরীফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *