বিএফএফ লিখলে ফেসবুক একাউন্ট সুরক্ষিত থাকে-এটি একটি গুজব
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
গত কিছুদিন যাবৎ ফেসবুকে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে একটি খবর। তা হলো ফেসবুক কমেন্টবক্সে বিএফএফ টাইপ করলে, ‘আপনার ফেসবুক একাউন্ট সুরক্ষিত থাকবে’। খবরটি এমনভাবে ছড়িয়ে পড়েছে যে, ফেসবুক ব্যবহারকারী অধিকাংশ মানুষ মনে করছে এটি ফেসবুকেরই দেওয়া তথ্য ও আর লিখলেই ফেসবুক একাউন্ট সুরক্ষিত হয়ে গেল।
এই গুজবটি ঢালাপালা গজাতে থাকে কিছুদিন আগে একটি প্রতিষ্ঠান প্রায় ৫ কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফেসবুক থেকে চুরি করার পর থেকে। প্রতিষ্ঠানটি ওই তথ্য তাদের ব্যবসায়িক কাজে ব্যবহার করে। এই ব্যপারে ফেসবুকের কর্ণধার জুকারবার্গ নিজে ফেসবুক ব্যবহারকারীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ভবিষ্যতে ফেসবুক ব্যবহারকারীদের তথ্য যাতে কেউ চুরি করতে না পারে সেই ব্যপারে ব্যবস্থা নিবে ফেসবুক। আর এই তথ্য চুরির ঘটনার পরই গুজবটি শুরু হয়। ফেসবুকের পক্ষ থেকেও জানানো হয়েছে বিএফএফ লিখলে ফেসবুক একাউন্ট সুরক্ষিত হয়ে যাবে এটি একটি গুজব।