মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিয়াও পদত্যগ করেছেন
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
মিয়ানমারের প্রেসিডেন্ট থিন কিয়াও (৭২) পদত্যগ করেছেন বলে জানা গেছে। তবে ঠিক কি কারনে তিনি পদত্যগ করেছেন তা জানা যায়নি। পদত্যগে স্বাস্থ্যগত কারন উল্লেখ করা হয়েছে। পদত্যগের পিছনে অন্যকোন রাজনীতিও থাকতে পারে বলে বিশ্লেষকরা ধারনা করছেন।
পঞ্চাশ বছরের ওপরে সামরিক শাসনে থাকার পর সাম্প্রতিক সময়ে মিয়ানমারে গনতান্ত্রিক সরকার প্রতিষ্টিত হয়। বিদেশীকে বিয়ে করায় অং সান সূচির প্রেসিডেন্ট হতে সাংবিধানিক বাধা ছিল। তাই সূচির আস্তাবাজন বাল্যবন্ধু থিন কিয়াওকে মিয়ানমারের প্রেসিডেন্ট পদে বসানো হয়। অপরদিকে সূচির জন্য সংবিধান সংশোধন করে স্টেট কাউন্সিল পদ সৃষ্টি করা হয়। তবে মিয়ানমারের সংসদ ও প্রকৃত ক্ষমতা সাংবিধানিকভাবে এখনো সেনাবাহিনীর হাতেই রয়েছে।