আফগানিস্তানে শিয়া সম্প্রাদায়ের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ২৬ জন নিহত
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আফগানিস্তানের কাবুলে শিয়া সম্প্রাদায়ের বর্ষবরণ অনুষ্ঠান চলাকালে বোমা হামলায় ২৬ জন নিহত ও বহু আহত হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে। কাবুলের সাখি মাজারের কাছে আজ বোমা হামলাটি চালান হয়েছে বলে সেখানকার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছ।
কাবুল বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি আলী আবাদ হাসপাতালের বাইরে বিস্ফোরণস্থলের এলাকাটিতে জনসাধারণের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তা বাহিনী এলাকাটিকে ঘিরে রেখেছে। এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে আইএস এই ধরনের বেশ কয়েকটি হামলা চালিয়েছে।