যান্ত্রিক ত্রুটির কারনে বাংলাদেশ বিমানের একটি আভ্যন্তরীন ফ্লাইট জরুরী অবতরন করে
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
যান্ত্রিক ত্রুটির কারনে ঢাকা থেকে সৈয়দপুরগামী বাংলাদেশ বিমানের একটি আভ্যন্তরীন ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে জরুরী অবতরন করে। ঢাকা থেকে সৈয়দপুরগামী ফ্লাইটটিতে মাঝপথে ত্রুটি দেখা দিলে পাইলট বিমানটিকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নিয়ে এসে নিরাপদে জরুরী অবতরন করে।
সৈয়দপুর বিমান বন্দরে জরুরী অবতরনের সুবিধা না থাকায় ফ্লাইটটিকে ঘুরিয়ে এনে শাহজালাল বিমান বন্দরে অবতরন করানো হয়। এই সময় যাত্রীদের মধ্য আতংস্ক ছড়িয়ে পড়ে। ফ্লাইটটিতে ৭৩ জন যাত্রীর ধারন ক্ষমতা আছে। তবে কতজন যাত্রী ছিল তা জানা যায়নি। ফ্লাইটটি দুপুর বারটায় সৈয়দপুরের উদেশ্য ঢাকা ছেড়েছিল।