বীরের মত লড়াই করে শেষ বলে হেরে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

টাইগাররা হেরে গেলেও বিশ্বকে দেখিয়ে দিয়েছে তারা ভারতের থেকে কোন অংশে কম না। লড়াই করতে করতে শেষ বলে হেরেছে বাংলাদেশ। আর শেষ মুহূতের হেরে যাওয়ার সংস্কা থেকে ভারতীয় শিবিরে যে ক্ষতের সৃস্টি হয়েছিল তা তাদের জিতার আনন্দের থেকে অনেক বেশী। আজকের পর থেকে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে কেউ আর খাটো করে দেখার সুযোগ পাবে না।

শ্রীলংকার প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ যে ক্রীড়া নৈপূর্ন প্রদর্শন করেছে তা ক্রিকেট প্রেমীদের অনেকদিন মনে থাকবে। বাংলাদেশ প্রেমাদাসায় শুধু ভারতের বিপক্ষে খেলেনি- খেলেছে শ্রীলংকা ও আম্পায়ারদের বিপক্ষেও। রুবেলের বলে সোরেশ রায়ানা মুসফিকের হাতে ক্যাচ দিলেও আম্পায়ার ওয়াইড বল দেন। পরে বাংলাদেশ থার্ড আম্পায়ারের সরনাপন্ন হয়। রিভিওতে পরিস্কার আউট ধরা পড়ে। তারপর রায়ানাকে আউট দিতে বাধ্য হন আম্পায়ার। বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৬ রান করে ভারতকে ১৬৭ রানের জয়ের টার্গেট দেয়। শেষেরদিকে হেরে যাবার উপক্রম হয় ভারতের। জয়ের জন্য তাদের ১ বলে ৫ রান দরকার। টান টান উত্তেজনা, পিন পতন নিরবতার মধ্য দীনেশ কার্তিক শেষ বলটি ৬ মেরে দেন। ফলে ভারত ৪ উইকেটের অতিকষ্টের জয় পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *