বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম কম্পিউটার তৈরী করেছে তাইওয়ান
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
স্মার্ট ফোনের আকার বড় হতে থাকলেও ছোট হতে শুরু করেছে পারসনাল কম্পিউটারের আকার। তাইওয়ানের এলিটগ্রুপ কম্পিউটার সিস্টেম এ যাবৎ কালের মধ্য সবচেয়ে ছোট কম্পিউটার তৈরী করেছে। যা হাতের মুঠোর মধ্য রাখা যায়। কিন্তু আধুনিক কম্পিউটারের সকল সুবিদাই আছে এর মধ্য। এর আকার দৈর্ঘ, প্রস্ত ও উচ্চতায় যথাক্রমে ৩ ইঞ্চি, ৩ ইঞ্চি ও ১.২৫ ইঞ্চি। এর নাম দেওয়া হয়েছে লিভা কিউ।
এতে রয়েছে ৪ জিবি রেম, ৩২ জিবি এম এম সি স্টোরেজ। এতে মিলবে ওয়াইফাই, ব্লুটুথ ৪.১, কিউ গিগাবিট ল্যান, ১ এইচডিএমআই ২.০ পোর্ট, ১ ইউএসবি ৩.১ পোর্ট, ১ ইউএসবি ২.০ পোর্ট। ভারতের বাজারে ইতিমধ্যই লিভা কিউ লঞ্চ করা হয়েছে। এটি ১৩ হাজার টাকায় অপারেটিং সিস্টেম ছাড়া কিনা যাবে। আর উইন্ডুজ ১০.০ সহ এর দাম পড়বে ১৫ হাজার টাকা। এলিটগ্রুপের ওয়েব সাইট থেকেও লিভা কিউ কিনা যাবে।
সূত্রঃ এলিটগ্রুপের ওয়েবসাইট