সিএনজির ছাদে ফুলের বাগান, সত্যিই বিচিত্র

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

নানা রকমের মানুষ আছে পৃথিবী নামক এই গ্রহে। একেকটা মানুষ অন্যজন থেকে সম্পূর্ণ ভিন্ন-আচার আচরন, চলাফেরা, শারিরীক গঠন, পছন্দ অপছন্দ সবদিক থেকে। বিচিত্র এ পৃথিবীতে মানুষের কত রকমের সখ রয়েছে। বিচিত্র সখের তেমনই একজন মানুষের সাথে মালিবাগ মোরে দেখা হয়। তিনি একজন সিএনজি চালক। তবে নিজের সিএনজি নিজেই চালান।

আজব হল, তিনি তার সিএনজির ছাদে বাগান করেছেন- জীবন্ত সব ফুলের গাছ দিয়ে। আর সিএনজির ছাদে এই বাগান নিয়েই তিনি শহরময় যাত্রী নিয়ে চলাচল করেন। নিত্য তিনি এই বাগানের পরিচর্যা করেন। জিজ্ঞেস করলে তপন জানান সখের বশে তিনি এই বাগান করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *