খালেদা জিয়ার জামিন বিষয়ে শুনানী শেষ, আদেশ কাল
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলায় খালেদা জিয়ার জামিন বিষয়ে আজ শুনানী শেষ হয়েছে। জামিন বিষয়ে আদেশ দেওয়া হবে আগামীকাল। হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে দুদক ও সরকার লিভ টু আপিল দায়ের করলে আজ তার শুনানী হয়। প্রধান বিচারপতির সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের একটি বেঞ্চ শুনানী শেষে আদেশের জন্য সোমবার ধার্য করেন।
আদালতে দুদকের পক্ষে শুনানী করেন এডভোকেট খোরশেদ আলম ও সরকারের পক্ষে অংশ নেন অ্যাটর্নী জেনারেল মাহবুবে আলম। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী। মাহবুবে আলম বলেন, খালেদা জিয়াকে জামিন দেওয়া হলে কখনো মূল মামলার শুনানি হবে না। হাইকোর্ট মামলার পেপারবুক তৈরী করার জন্য ৪ মাস সময় দিয়েছে। আপিল বিভাগ তা কমিয়ে দুই মাস করে দিতে পারে। মাহবুবে আলম খালেদা জিয়ার জামিল বাতিলের জন্য আদালতকে বলেন। এছাড়া মামলার শুনানী না হওয়া পর্যন্ত জামিনের ওপর স্থগিত আদেশ বৃদ্ধি করার কথা বলেন।
উল্লেখ্য নিন্ম আদালত জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে। পরে খালেদা জিয়ার আইনজীবীরা হাইকোর্টে জামিনের জন্য আবেদন করলে ৪ মাসের জামিন দেয় হাইকোর্ট। অপরদিকে ৪ মাসের মধ্য পেপারবুক তৈরী করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয় আদালত। এই জামিনের বিরুদ্ধে সরকার ও দুদক লিভ টু আপিল দায়ের করলে আজ তার শুনানি শেষে সোমবার আদেশের দিন ধার্য করেন প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের একটি বেঞ্চ।