নিদাহাস ট্রপির ফাইনালে ভারতের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আবাস
স্পোর্টস ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশ শ্রীলংকাকে দুই উইকেটে হারিয়েছে। এটি ছিল নিদাহাস ট্রপির ৬ষ্ট ম্যাচ। এই তৃদেশীয় সিরিজে প্রথম পর্যায়ে প্রতিটি দল দুইবার করে একে অপরের মুখামুখি হয়। অর্থাৎ প্রতিটি দল ৪টি করে ম্যাচ খেলে। চার ম্যাচ খেলে ভারত জয় পেয়েছে ৩টিতে। অপরদিকে বাংলাদেশ জয় পেয়েছে ২টি ম্যাচে। আর শ্রীলংকা হেরেছে ৩টি ম্যাচে। এর মধ্যে দুটিই বাংলাদেশের সাথে। গতকালের ম্যাচে জিতে বাংলাদেশ ভারতের সাথে ফাইনালে উঠেছে। আর এই ফাইনাল খেলাটি হবে আগামীকাল কলম্বোতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।
আর এই ফাইনাল খেলাকে নিয়ে সারা দেশে বেশ আলোচনা চলছে- বাংলাদেশ আগামীকালের ফাইনাল খেলায় কেমন খেলবে। অনেকেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আবাস দিয়ে বাংলাদেশকে এগিয়ে রাখছেন। বাংলাদেশের ওপেনাররা যদি শক্ত ভিত্তি দাড় করাতে পারেন তাহলে বাংলাদেশের জয়ের সম্ভাবনা বেশী। সাকিব আল হাসান সুস্থ্য হয়ে দলে ফিরে গতকালই শ্রীলংকার সাথে খেলেছেন। ব্যাট হাতে তিনি তেমন সফল হতে না পারলেও বল হাতে সফল হয়েছেন। বাংলাদেশের ওপেনাররা কেমন করেন তার ওপরই বাংলাদেশের জয় পরাজয় নির্ভর করবে।