সাকিব আল হাসান নিদাহাস ট্রপির আগামীকালের ম্যাচে খেলবেন
স্পোর্টস ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আঙ্গুলের ইনজুরি কাটিয়ে সুস্থ্য হয়ে উঠেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শ্রীলংকায় চলতি নিদাহাস ট্রপির আগামীকালের ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে খেলবেন তিনি। আজ বিসিবি সূত্রে এই তথ্য জানা গেছে। এরই মাঝে সাকিবকে ছাড়া নিদাহাস ট্রপির ৩টি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে দুটি ম্যাচেই হেরেছে টাইগাররা। শ্রীলংকার বিরুদ্ধে গত ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। ৩টি ম্যাচ খেলে ১টিতে জয় পেয়েছে লংকানরা। তাই আগামীকালের ম্যাচটি দুই দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। কাল যে দল জিতবে ফাইনালে যাবে তারা। ভারত ইতি মধ্যই চার খেলায় ৩টি জয় নিয়ে ফাইনালে উঠে গেছে।
এদিকে সাকিব আল হাসানের আগমনের সংবাদে টাইগাররা চাঙ্গা হয়ে উঠেছে। সাকিবের উপস্থিতি বাংলাদেশ বাড়তি সুবিধা পাবে। এ নিয়ে শ্রীলংকান শিবিরে হিসাব নিকাশ চলছে। লংকান কোচ সাকিবকে মোকাবেলা করার জন্য বাড়তি চাপে আছেন।