আপিল বিভাগ খালেদা জিয়ার জামিন রবিবার পর্যন্ত স্থগিত করেছে
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলায় হাইকোর্টের দেওয়া বেগম খালেদা জিয়ার জামিন রবিবার পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি বেঞ্চ এই স্থগিত আদেশ দিয়েছে। আদালত একই সাথে দুদক ও সরকারকে রবিবারের মধ্য লিভ টু আপিল করার জন্য আদেশ দিয়েছে।
আজ সকালে দুদক ও সরকারের পক্ষ থেকে খালেদা জিয়ার জামিন বাতিল করার জন্য আবেদনের পরিপেক্ষিতে আদালত এই আদেশ দেয়। দুদক ও সরকারের পক্ষের আইজীবীরা আদালতকে জানান, জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলার অন্য আসামীদের ১০ বছরের কারাদন্ড হয়েছে। খালেদা জিয়ার বয়স, সামাজিক অবস্থান, শারীরিক অবস্থা এই সব বিবেচনায় নিন্ম আদালত খালেদা জিয়াকে কম সাজা দিয়েছে। তাই এই একই বিষয় বিবেচনায় নিয়ে খালেদা জিয়াকে জামিন দেওয়া সঠিক হয় নাই। এর পর আদালত খালেদা জিয়ার জামিন রবিবার পর্যন্ত স্থগিতের আদেশ দেয়। এই সময় খালেদা জিয়ার আইনজীবী বারের সভাপতি জয়নাল আবদিনসহ বিএনপিপন্থী আইনজীবীরা আদালতে তাদের বক্তব্য শুনার জন্য আদালতকে চাপ প্রয়োগ করতে থাকে। এই সময় আদালত বলে খালেদা জিয়ার আইনজীবীরা আদালতকে প্রভাবিত করার চেষ্টা করছে। আগামী রবিবার জামিন বিয়য়ে আবার শুনানী হবে।